প্রিন্ট এর তারিখঃ Feb 3, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jan 27, 2025 ইং
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। কোথাও বিএনপি, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কোথাও তৌহিদী জনতা আবার কোথাও নাগরিক সমাজের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়েছে। সব কটি কর্মসূচি থেকে বাংলাদেশ নিয়ে ভারতের রাজনীতিবিদ ও গণমাধ্যমগুলোর অপপ্রচারের নিন্দা জানানো হয়।
রাজশাহী
রাজশাহীতে আজ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিএনপি। নগরের মালোপাড়ায় ভুবন মোহন পার্ক থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। ভুবন মোহন পার্কে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্যসচিব মো. মামুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বিশ্বনাথ সরকার বলেন, ‘ভারতে আগ্রাসনবাদী মোদি হিন্দুদের দিয়ে মুসলমানদের সংখ্যালঘু বানিয়ে মসজিদ দখল করছেন। তাঁরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চান। ভারত চায়, আমরা দিল্লির আজ্ঞাবহ হয়ে থাকি। এত দিন আওয়ামী লীগ সেই গোলামি করেছে। এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো মতপার্থক্য নেই।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি