ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ

মোঃ নজরুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তথ্য ভবনে অবস্থিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কার্যালয়ে কমিশন প্রধান কামাল আহমেদের কাছে এ প্রস্তাবনা জমা দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খান, মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম, সংস্কৃতি বিভাগের পরিচালক নিথর মাহবুবসহ গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার জানান, ২২ দফা প্রস্তাবনায় গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমকে প্রভাবমুক্ত করণ, সাংবাদিকতার মান নিয়ন্ত্রণ এবং গণমাধ্যমকর্মীদের অধিকারের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তথ্য ভবনে অবস্থিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কার্যালয়ে কমিশন প্রধান কামাল আহমেদের কাছে এ প্রস্তাবনা জমা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খান, মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার, অফিস বিভাগের পরিচালক এস এম নাসিম, সংস্কৃতি বিভাগের পরিচালক নিথর মাহবুবসহ গণমাধ্যম সংস্কার কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার জানান, ২২ দফা প্রস্তাবনায় গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমকে প্রভাবমুক্ত করণ, সাংবাদিকতার মান নিয়ন্ত্রণ এবং গণমাধ্যমকর্মীদের অধিকারের বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ